চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ইউনিট-১ বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। একইসঙ্গে এই কেন্দ্রের ইউনিট-২, নির্ধারিত ২০২৬ সালের ডিসেম্বরে উৎপাদনে যেতে পারবে কিনা—তা নিয়েও শঙ্কা প্রকাশ করছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর পুনঃনির্ধারিত বিদ্যুৎ উৎপাদন ডিসেম্বর ২০২৫-এ নির্ধারিত থাকলেও এ সময়ে উৎপাদন শুরু হচ্ছে না বলে প্রকল্প দপ্তর হতে জানা যায়। একইভাবে ইউনিট-২ এর পুনঃনির্ধারিত উৎপাদন ডিসেম্বর ২০২৬- এ শুরু করার জন্য নির্ধারিত থাকলেও তা সম্ভব হবে না বলে প্রতীয়মান হয়।
ইউনিট-১ ও ২ এর বিদ্যুৎ উৎপাদন কবে নাগাদ শুরু হবে এ বিষয়ক কোনও তথ্য প্রকল্প দপ্তর জানাতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে অসমাপ্ত কাজের তালিকাও দিতে পারেনি।
আইএমইডি প্রকল্প পরিচালককে রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট—রাশিয়ার রোসাটমের প্রকৌশল বিভাগ—এর সঙ্গে সমন্বয় করে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে বলেছে, যাতে জনবল নিয়োগ ও সরঞ্জাম সংগ্রহের সময়সূচি স্পষ্ট থাকে।
এবিষয়ে মন্তব্যের জন্য প্রকল্প পরিচালক কবির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |